WriteBangla.com
সমাধান-৩
Write Bangla Via Mobile এপ্লিকেশন টি ব্যবহারের জন্য আপনি কোন অপেরাটিং সিস্টেমের বা কোন কোম্পানির বা কোন মডেলের হ্যান্ডসেট ব্যাবহার করছেন তা গুরুত্বপূর্ণ না।

আপনি যেকোন ইন্টারনেট এনাবল সেটে এই এপ্লিকেশন টা ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা ব্রাউজার বেসড এপ্লিকেশন তাই এটা ব্যবহারের জন্য শুধু মাত্র দুইটা জিনিষ প্রয়োজন হবে- ইন্টারনেট কানেকশন এবং একটি ব্রাউজার।।

যেহেতু অপেরা মিনি ব্রাউজারে বাংলা দেখার ব্যাবস্থা রয়েছে তাই এই এপ্লিকেশনের জন্য অপেরা মিনি ব্রাউজারটি অবশ্যই গুরুত্বপূর্ণ।

(মনে রাখবেন অপেরা মিনি ৬ ভার্সনে কপি পেস্ট অপশন আছে তাই মোবাইলে সাপোর্ট করলে এই ভার্সন টি ব্যবহার করুন।)