আপনার সেটে ডিফল্ট কপি পেস্ট অপশন না থাকলেও আপনি ইউসি ব্রাউজার বা অপেরা মিনি ভার্সন ৬ ব্রাউজার এর কপি পেস্ট অপশন ব্যাবহার করে এই এপ্লিকেশনে বাংলা লিখে তা অন্য কোন ওয়েব বা ওয়াপ সাইটে প্রকাশ করতে পারবেন। অপেরা মিনিতে (৬ ভার্সন) একটা ট্যাব এ Write Bangla Status Via Mobile এপ্লিকেশন টি খুলে রাখুন অন্য ট্যাব যে ওয়েব বা ওয়াপ সাইটে মোবাইল থেকে বাংলা লিখতে চান সেই সাইট টি চালান। এখন ঐ সাইটে বাংলা লিখতে চাইলে চাইলে এপ্লিকেশন এর ট্যাব এ গিয়ে BangLish input Box এ যা প্রকাশ করতে চান বা যা লিখতে চান তা লিখুন এবং তাকে বাংলায় কনভার্ট করুন। সাধারন(টাইপপ্যাড) সেট এর ক্ষেত্রেঃ এখন "Bangla Output Box" এ গিয়ে [{বাংলা আউটপুট বক্স এ ক্লিক করবেন না, জাস্ট মাউস (মোবাইলের তীর চিহ্ন) টা বাংলা আউটপুট বক্স এর উপর রাখবেন}] ১ প্রেস করুন, কপি কাট এবং সিলেক্ট অপশন পাবেন, এখন কাট করলে "Bangla Output Box" এর বক্সবক্সবক্সবক্স সিম্বল গুলা কাট হবে ,কপি করলে কপি হবে। এখন এই কপি/কাট করা সিম্বল গুলা পৃথিবীর যে কোন সাইটে পেস্ট করে মোবাইল থেকে বাংলা লিখতে পারবেন। এবার আপনি যে সাইটে বাংলা প্রকাশ করতে চান বা যা লিখতে চান ঐ ট্যাব এ ফিরে এসে টেক্সট বক্স বা টেক্সট এরিয়াতে গিয়ে "১" প্রেস করুন। এখন আপনি পেস্ট অপশন টি পাবেন। টাচ স্ক্রিণ সেট এর ক্ষেত্রেঃ আপনাকে কপি করতে হলে বাংলা আউটপুট বক্সের উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখতে হবে,কপি কাট এবং সিলেক্ট অপশন পাবেন।এখন কাট করলে "Bangla Output Box" এর বক্সবক্সবক্সবক্স সিম্বল গুলা কাট হবে ,কপি করলে কপি হবে। এখন এই কপি/কাট করা সিম্বল গুলা পৃথিবীর যে কোন সাইটে পেস্ট করে মোবাইল থেকে বাংলা লিখতে পারবেন। এবার আপনি যে সাইটে বাংলা প্রকাশ করতে চান বা যা লিখতে চান ঐ ট্যাব এ ফিরে এসে টেক্সট বক্স বা টেক্সট এরিয়ার উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখতে হবে। এখন আপনি পেস্ট অপশন টি পাবেন। এভাবে আপনি পৃথিবীর যে কোন সাইটে মোবাইল থেকে বাংলা লিখতে পারবেন।। |