WriteBangla.com
সমাধান-৪
Write Bangla Via Mobile এপ্লিকেশন টি ব্যবহারের জন্য আপনি কোন অপেরাটিং সিস্টেমের বা কোন কোম্পানির বা কোন মডেলের হ্যান্ডসেট ব্যাবহার করছেন তা গুরুত্বপূর্ণ না।

আপনি যেকোন ইন্টারনেট এনাবল সেটে এই এপ্লিকেশন টা ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা ব্রাউজার বেসড এপ্লিকেশন তাই এটা ব্যবহারের জন্য শুধু মাত্র দুইটা জিনিষ প্রয়োজন হবে- ইন্টারনেট কানেকশন এবং একটি ব্রাউজার।।

অপেরা মিনি ব্রাউজারে বাংলা দেখার ব্যাবস্থা রয়েছে তাই এই এপ্লিকেশনের জন্য অপেরা মিনি ব্রাউজারটি অবশ্যই গুরুত্বপূর্ণ।কিন্তু জাভা বিহীন সেটে মানে চাইনিজ সেটে যেহেতু অপেরা মিনি ইন্সটল হবে না তাই সেসব সেটে আপনি এই এপ্লিকেশন টি ব্যাবহার করে বাংলা লিখতে পারলেও নিজে তা পড়তে পারবেন না।

তাহলে দেখা যাচ্ছে চাইনিজ সেট ইউজার রা ও এই এপ্লিকেশনটা ব্যাবহার করে বাংলা লিখতে পারবে,কিন্তু যেহেতু তাদের সেটে বাংলা ফন্ট নেই তাই তারা বাংলা পড়তে পারবে না।

সেক্ষেত্রে তাদেরকে কিম্যাপ টা ভালো করে মুখস্ত রাখতে হবে যেন বানান ভুল না হয়।